প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক নাদিম কাদির


প্রকাশিত: ০৫:২২ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক নাদিম কাদির। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে আসছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ কর্নেল আবদুল কাদিরের ছেলে নাদিম কাদির।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া শেষে সাংবাদিকতা অঙ্গনে পদচারণা শুরু করেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকতায় তার রয়েছে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। রিডার্স ডাইজেস্টে বাংলাদেশের প্রদায়ক ছিলেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো কার্যালয়ে দীর্ঘ সময় কর্মরত ছিলেন তিনি।

তরুণ বয়সেই তিনি সাংবাদিকতায় সম্মানজনক ড্যাগ হ্যামারশোল্ড ফেলোশিপ পান।

নাদিম কাদির ২০০৪ সালে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমের ডেপুটি এডিটর ইন চিফ ছিলেন। এছাড়াও তিনি একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাদিম কাদির। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।