শখের বসে কনটেন্ট তৈরি করেন আরিফ হোসাইন
আরিফ হোসাইন (Arif Hossain) একজন বাংলাদেশি বিনোদন কনটেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার। তিনি ২০২১ সাল থেকে কনটেন্ট তৈরি করছেন। তিনি প্রধানত শখের বসে কনটেন্ট তৈরি করতেন। কিন্তু কনটেন্ট তৈরি করে তিনি এখন পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন।
আরিফ হোসাইন (Arif Hossain) একজন প্রবাসী, যিনি প্রবাসে থেকেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কনটেন্ট তৈরি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
আরিফ হোসাইন বলেন, আমি যখন ফানি কনটেন্ট তৈরি করতাম তখন আমার আশপাশে কেউ তেমন সাড়া দেয়নি। কিন্তু যখন দেখলাম ধীরে ধীরে ফেসবুকে আমার ভিডিওর এবং ভালো সাড়া পাচ্ছি, তখন আমার আগ্রহ বাড়তে শুরু করেছে। তাই একে একে কনটেন্ট তৈরি করে ফেসবুক পেজে আপলোড করতে লাগলাম। এখন দেখছি আমার ফেসবুক ফলোয়ারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
আরিফ হোসাইন বলেন, বর্তমানে আমার ফেসবুক পেজে ৩ লাখ ৪০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। এমনকি আমার সর্বোচ্চ ভিডিও ভিউ ৬৪ মিলিয়ন অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, আমার এত ভিউ হওয়ার কারণ হলো আমার ভিডিওগুলো সব শ্রেণি-পেশার মানুষ দেখতে পারে। আমি সবসময় চাই আমার ভিডিওগুলো অন্য সবার থেকে একটু আলাদা হোক, অশ্লীল কিছু যোগ করবেন না। তাই আমি মূলত আমার বিষয়বস্তুকে বিনোদনমূলক কনটেন্ট তৈরি করি।
জেএইচ/এএসএম