পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৩-২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি ও আইজিপি বাহারুল আলম ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. রেজাউল হায়দার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এবং খেলোয়াড়রা সেখানে উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডিএমপির ঈসা ফয়সাল। সর্বমোট সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন ময়মনসিংহ রেঞ্জের মো. আকাশ।

কেআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।