এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষ, গ্রেফতার আরও এক

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মো. শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেফতার করা হলো।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
তিনি বলেন, গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করে পাহাড়ি ছাত্র পরিষদ।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সেই মামলার এজাহারনামীয় আসামি শাহাদাৎ ফরাজী সাকিবকে গ্রেফতার করা হয়েছে। সাকিবকে মতিঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে এ ঘটনায় গত ১৫ জানুয়ারি রাতে আরিফ আল খবির (৩৮) ও মো. আব্বাস (২৪) এবং ২৯ জানুয়ারি রাতে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি।
কেআর/বিএ/এমএস