আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছে ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য দেশি-বিদেশি ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আরও মনোনীত হয়েছেন ইংল্যান্ডের কবি, শিক্ষাবিদ ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখেন। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।

মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ দিয়ে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পদকের সংখ্যা ৪টি (জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা)।

পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।