মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- নুরনবী (২১), রুবেল (৩৫), মুছা (২৪), রবিউল (১৯), মোহাম্মদ উল্লাহ (৫০), সচিন (৩২), হাফিজ (২৫), নিহাল (৩৯), মামুন (২২), মোসলে (২৬), মাসুদ (২৯), মাইদুল (৫২), সাব্বির (২০), আসলাম (৩০), আল আমিন (৩০), মিজানুর রহমান (২৮), রিপন (২৮), ফরহাদ (৩৫), ময়না (৩৩), ডলি (৩৬), সিমা (৩৫) ও শাহনাজ (২৫)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, থানার কয়েকটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে পেশাদার চোর, চাঁদাবাজ, সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।