৪৬ কোটি টাকা আত্মসাৎ

সাদ-মুসা গ্রুপের মালিকসহ ১১ জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ মার্চ ২০২৫

চট্টগ্রামে প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ-মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মামলার আসামিদের মধ্যে মোহাম্মদ মোহসিনের স্ত্রী ও মেরিডিয়ান ফিন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিসও রয়েছেন। বাকি নয়জন প্রাইম ব্যাংকের কর্মকর্তা।

দুদক মহাপরিচালক বলেন, চট্টগ্রামের প্রাইম ব্যাংক থেকে পারস্পরিক যোগসাজশে একে অন্যের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। এর মধ্যে প্রকল্প ঋণ/লোন জেনারেলের মূল ঋণ/আসল ৪৬ কোটি ৮৩ কোটি টাকা আত্মসাতের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। সুদ ৪০ কোটি ৫৬ লাখ টাকাসহ বর্তমান দায় দাঁড়িয়েছে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

এসএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।