হিথ্রো বিমানবন্দরে আগুন: ২৪৯ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ এএম, ২২ মার্চ ২০২৫

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জন্য বিমানবন্দর শাট-ডাউন করা হয়েছে। এই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি২০১/২০২ শুক্রবার সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে সিলেট অবতরণ করে এবং সিলেট থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে সকাল ১০টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে।

যাত্রা পথে হিথ্রো এয়ারপোর্ট বন্ধের তথ্য পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওই ফ্লাইট দুপুর ১টা ৫২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

বিমানের ২৪৯ জন যাত্রীদের বিমানের নির্ধারিত হোটেলে রাখা হয়েছে। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার তথ্য পাওয়ার পরে আজকের উক্ত ফ্লাইটের যাত্রীদের জন্য লন্ডনের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লন্ডনের ফ্লাইট সংক্রান্ত যেকোন তথ্যের জন্য বিমান কল সেন্টারে ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এবং নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতিতে উক্ত ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে দুঃখ প্রকাশ করছে।

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।