ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৫
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা৷

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়৷

আরও পড়ুন

এসময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা

সিটি কলেজে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিতে দেখা গেছে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে।

আরও পড়ুন

এদিকে, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।

এনএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।