ট্রাফিক পুলিশের কাজে বাধা

রিকশাচালক ও যাত্রীকে তাৎক্ষণিক কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ম্যাজিস্ট্রেট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক অটোরিকশা আরোহীকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ম্যাজিস্ট্রেট।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, রোববার (২৭ এপ্রিল) তাঁতীবাজার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করেন রিকশাচালক মো. আখতার হোসেন। পুলিশ তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যের ওপর হামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অপরাধটি আমলে নিয়ে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশার আরোহী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০২ ধারায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

টিটি/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।