হাজতখানা থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ওরফে ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে নগরীর খুলশী থানাধীন তুলাতলী রেললাইন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন উত্তর কলাউজান সিকদার পাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জাগো নিউজকে বলেন, গ্রেফতার ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। গত ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সে চট্টগ্রাম কারাগারে ছিলেন।

তিনি জানান, মঙ্গলবার ওই মামলা সংক্রান্ত শুনানির জন্য তাকে আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে পরে চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় ইকবালসহ মাদক মামলার আরেক আসামি সুকৌশলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অন্য আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

এমডিআইএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।