স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, ঝলসে গেছে শরীরের ৭০ শতাংশ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ মে ২০২৫
ফাইল ছবি

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় আবু সাঈদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী রিজিয়া বেগমের (৫০) শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে ওই নারীর শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (৭ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তুরাগের দিয়াবাড়ি থেকে দিনগত রাত সোয়া ১২টার দিকে দগ্ধ অবস্থায় এক নারীকে নিয়ে আসা হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ওই নারী জানিয়েছেন, তার স্বামী পারিবারিক কলহের জেরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।