আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নই ওঠে না: মুফতি কাজী ইব্রাহিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৯ মে ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে হাজির হন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম

যারা জীবন নিয়েছে তাদের (আওয়ামী লীগের) বিচারের মাধ্যমে বদলা নিতে চাই বলে মন্তব্য করেছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেন, খুনি আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নই ওঠে না। বিচারিক আদালতে জানের বদলে জানের বিচার চাই।

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচিতে এ দাবি জানান তিনি। এসময় তার দাবির সঙ্গে একমত পোষণ করে নানান স্লোগান দিতে থাকেন উপস্থিত ছাত্র-জনতা।

মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমি এই শাহবাগে তোমাদের মাঝে এসেছি, জানি তোমরা বিজয়ী হবেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলবো- সংখ্যা দিয়ে বিচার নয়, আত্মত্যাগ দিয়ে বিচার করতে হবে। সত্যের বিচার করতে হবে।

তিনি বলেন, হাজার হাজার জীবনের (যাদের হত্যা করা হয়েছে) বিচার করতে হবে। আমরা জানের বদলে জানের বিচার চাই। এই খুনিদের (আওয়ামী লীগের) রাজনীতি করার প্রশ্নই ওঠে না। দিল্লী বসে ষড়যন্ত্র করবে- এটা হতে দেবো না।

আলোচিত এ ইসলামিক স্কলার আরও বলেন, ছাত্রদের আন্দোলনে এসেছি আমরা। বিজয়ী কাফেলার বিজয় হবে। আর যারা এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে না তাদেরও কবর রচিত হবে ইনশাআল্লাহ।

ইএআর/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।