লালবাগে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

রাজধানীর লালবাগ এলাকায় মো. স্বপন (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার রাত আড়াইটার দিকে রসুলবাগের লালবাগ ১৭১/৪ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।

স্থানীয়দের দাবি, গভীর রাতে ছাত্রবাসে চোর ঢুকেছিল। ছাত্রদের চিৎকারে চোর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয় চোর।

নিহত স্বপন কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জাগোনিউজকে বলেন, স্থানীয়দের হাতে এক চোর গণপিটুনিতে মারা গেছে। এ খবরে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসআই শহীদুল ইসলাম জাগোনিউজকে বলেন, স্বপন অসুস্থ এ খবরে এক আত্মীয় এসে স্বপনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে মারা যায় স্বপন।

সুরতহাল রিপোর্টে নিহতের সারা শরীরে জখম ও মারধরের চিহ্ন রয়েছে। চোর নাকি অন্য কোনো কারণে মারধর করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বপনের দুলাভাই ইসমাইল জানান, সকালে স্বপনের মোবাইল ফোন থেকে একজন আমাকে ফোন করে পরিচয় জেনে বলেন, আপনার শ্যালক চুরি করতে এসে ধরা পড়েছে, নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে সাইদুল নামে এক ব্যক্তির বাড়ির জানালার সঙ্গে স্বপনকে বেঁধে রাখা হয়েছে। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।