ঈদ উপলক্ষে মদ-বিয়ার মজুত, অবশেষে ধরা মাদক কারবারি সজল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২১ মে ২০২৫

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার নাম মো. সজল (৩৪)।

ডিএনসি জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রেফতার সজল খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সময়ের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার সজল গত ৫ থেকে ৬ মাস ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সজল গুলশান এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাসায় সংরক্ষণ করত এবং আসছে ঈদ উপলক্ষে খুচরা বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ ও বিয়ার মজুত করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।