জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা টোকিও থেকে
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৯ মে ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস/ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া

দুই দশক আগে জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মৃতিচারণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫ এ মূল বক্তার বক্তব্যকালে তিনি এ স্মৃতিচারণ করেন।

বক্তব্যের শুরুতে ড. ইউনূস বলেন, নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনের এ গৌরবময় অনুষ্ঠানে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যতের দিকনির্দেশনা ও আলোচনার এক বাতিঘর হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার জীবনের এক বিশেষ স্মৃতি ফিরে আসছে। ২০ বছর আগে, ২০০৪ সালে নিক্কেই আমাকে এশিয়া পুরস্কারে ভূষিত করেছিল। সেই মুহূর্তটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর থেকে, জাপানের সঙ্গে আমার একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমি বহুবার জাপান এসেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তরুণদের সঙ্গে মতবিনিময় করেছি এবং চিন্তাভাবনা ভাগ করে নিয়েছি। জাপানের মানুষ যেভাবে সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ ধারণাকে আপন করে নিয়েছে, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

এমইউ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।