নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা যথাসময়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩০ মে ২০২৫

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৩-১৬তম গ্রেডের ৫টি ক্যাটাগরির চাকরির নিয়োগ পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০মিনিটপর্যন্ত যথাসময়ে ঢাকা শহরের ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে-মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে।

এর আগে নিয়োগ পরীক্ষার বিষয়টি কর্তৃপক্ষের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। এরইমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরের অনুকূলে এসএমএস এবং প্রবেশপত্রের ডাউনলোড লিংক পাঠানো হয়েছে, বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।