বাংলাদেশ নৌবাহিনীকে ৫টি পেট্রোল বোট দেবে জাপান

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা জাপান থেকে
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ৩০ মে ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীকে ৫টি পেট্রোল বোট দেবে জাপান। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৩০ মে) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, জাপানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যবার বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। দেশটি বাজেট সহায়তা, শিক্ষাবৃত্তি ও মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বেশকিছু খাতে বাংলাদেশকে ১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

এ সময় প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলকে ঘিরে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে চাচ্ছে। সরকারের লক্ষ্য এই অঞ্চল একটি লজিস্টিকস, পোর্ট, এনার্জি এবং ফিশারিজ হাবে পরিণত হবে। কক্সবাজার-মহেশখালি যেন স্মার্ট সিটিতে পরিণত হয় এবং প্রধান উপদেষ্টার ভাষ্যমতে এই অঞ্চল যেন ‘নিউ সিঙ্গাপুর’ হিসেবে গড়ে ওঠে সরকার সে উদ্দেশে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পেও বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান।

এমইউ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।