ডিএসসিসি

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৫ জুন ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঈদের দিন বিকেল থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে। ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কার করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি জানান, সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঈদের দিন বিকেল থেকেই দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, বর্জ্য পরিষ্কারের জন্য ১০ হাজারের বেশি কর্মী আমরা প্রস্তুত রেখেছি। প্রয়োজনীয় গাড়িও প্রস্তুত রেখেছি। আমাদের প্রস্তুতির কোন রকম কোন ঘাটতি নেই। আমাদের কন্ট্রোল রুম, হটলাইন খোলা থাকবে। কোথাও ময়লা-আবর্জনা আছে এমন অভিযোগ পেলে আমাদের কর্মীরা তা পরিষ্কার করবে।

বর্জ্য ব্যবস্থাপনা জন্য প্রয়োজনীয় টুলস-ওষুধ কেনা ও তা সব অঞ্চলে পৌছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নগরবাসীকে এক জায়গায় কোরবানি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই এক জায়গায় কোরবানি করলে আমাদের ময়লা সংগ্রহে সুবিধা হয়। কেউ যদি বাড়ির সামনে দেয় সেই ময়লাও আমরা সংগ্রহ করবো।

এর আগে তিনি ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বর্ষার কথা মাথায় রেখেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সামিয়ানা টানানো হয়েছে। এখানকার ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার সম্ভাবনা নেই। মুসল্লিরা নির্বিঘ্নে এখানে আসতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন।

এসএম/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।