মন্ত্রী আসবেন তাই...


প্রকাশিত: ০৪:১৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

কাক ডাকা সকাল থেকে নোংরা ময়লা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, ডাক্তার নার্স, কর্মচারী সকলেই নির্ধারিত সময় সকাল আটটায় কর্মস্থলে উপস্থিত! যারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়া আসা করেন তাদের কাছে এটি ব্যতিক্রম চিত্র।  তবে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হঠাৎ পরিবর্তন দেখে অনেকের কাছেই প্রশ্ন  জেগেছে ঘটনা কি?

সকালে ঢামেক হাসপাতালে গিয়ে দেখা যায় ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী যারা নির্ধারিত সময় আটটার স্থলে নয়টা বা এরও পরে কর্মস্থলে আসতেন আজ তাদের সঠিক সময়েই কর্মস্থলে উপস্থিত হতে দেখা গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পুরো হাসপাতাল। বাইরের ফুটপাতের দোকানপাটও তুলে দেয়া হয়। পরে জানা গেল আজ স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আসবেন হাসপাতালে। তাই আজকের জন্য দায়িত্বশীল হতে হলো কর্তৃপক্ষ এবং ডাক্তার, নার্স ও কর্মচারীদের।

সোমবারের হরতালের আগের দিন রোববার সন্ধ্যায় মিরপুরে সিএনজিতে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ একই তিন সদস্য দেখতে ঢামেক হাসপাতালে যাবেন মন্ত্রী। সেজন্য এ পরিবর্তন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।