শাহবাগ ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ জুন ২০২৫
জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। ঘণ্টাব্যাপী সেখানে অবরোধের পর তারা শাহবাগ ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুর ২টার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এদিন, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে জড়ো হন তারা৷

আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা না করা পর্যন্ত তারা জাদুঘরের সামনে নেওয়া অবস্থান থেকে সরবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩ দফা দাবিসমূহ হলো—
১) পিলখানাসহ সারাদেশের বিডিআর ইউনিটগুলোতে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সব বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২) পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে, এমন সব বিধিনিষেধ বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লেখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধি-২ এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩) ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।