হাহাকার নিয়ে রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৩ জুন ২০২৫ আপডেট: ০২:১৭ পিএম, ২৩ জুন ২০২৫

সময় বয়ে যায়, কিন্তু কিছু ক্ষত থেকে যায় গভীরভাবে, নীরবতায়। ২০০৯ সালের ফেব্রুয়ারির সেই রক্তাক্ত পিলখানা ট্র্যাজেডি শুধু একটা বিদ্রোহ ছিল না, ছিল বহু পরিবারের ভাগ্যবদলের কঠিন অধ্যায়। ১৫ বছর পর, সেই ইতিহাসের ধুলোপড়া পাতায় আবারও আলো পড়ে গেল, যখন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে দাঁড়িয়ে গেল রাজধানীর শাহবাগ মোড়ে। এক অদ্ভুত নীরবতা আর প্রতিবাদের মধ্য দিয়ে যেন আবারও প্রশ্ন তুলে দিল তারা-বিচার কি সত্যিই পূর্ণ হয়েছে? ছবি: মাহবুব আলম