চকবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৪ জুন ২০২৫

রাজধানীর চকবাজার থানার জেল স্টাফ কোয়ার্টারে হাউজের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শুভ বলেন, আমার স্ত্রী সন্তান চকবাজারে জেলখানা ১৫নং বাসার স্টাফ কোয়ার্টার্সে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। ওই বাসার নিচে হাউজিং পড়ে মারা আমার ছেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হলে স্বজনেরা জোর করে নিয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।