নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০১ জুলাই ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দুগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নাজমা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. আফরোজা আক্তার (১৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল খান জানান, দগ্ধরা আসাবাড়িতে কাজ করতেন। সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তারা। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সোমবার রাতে ওই গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নাজমা বেগম ও তার মেয়ে দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এরপর তাদের ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নাজমা বেগমের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। আর আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।

কাজী-আল আমিন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।