সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১২ জুলাই ২০২৫

 

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সাবেক জেলা গভর্নর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ দুর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুণ্ডের সব প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুণ্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাআল্লাহ।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন এল কে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুণ্ড জুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধাবৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ আরও যা যা প্রয়োজন ইনশাআল্লাহ তার যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো কমতি নেই। যেখানে যা প্রয়োজন তার সংস্থানই হোক আমাদের সবার অঙ্গীকার।

সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি: আসলাম চৌধুরী

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিকিৎসক সমন্বয়ক ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫-বি ৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খোরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জাকের হোসেন, মোরসালিন প্রমুখ।

সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি: আসলাম চৌধুরী

এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে চট্টগ্রামের নামকরা ৮০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২ হাজার মানুষকে সেবা দেন। সেবাদানকারী চিকিৎসকরা হলেন ডা. ইব্রাহিম চৌধুরী, ডা. আনিসুল আউয়াল, ডা. জুনায়েদ মাহমুদ খান, ডা. আনিসুল হোসেন লিটন , ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা. হাবিবুর রহমান, ডা. কামরুল হাসান লোহানি, ডা. শাখাওয়াত নাসির, ডা. তৌহিদুর রহমান, ডা. মঞ্জুরুল কাদের, ডা. মোস্তফা নুর মহসিন, ডা. শফিউল হায়দার রুশ্নি, ডা. মোহাম্মদ হোসন ভূঁইয়া, ডা. মোঃ এস খালেদ, ডা. কাজী শামীম আল মামুন, ডা. মো শাহীন, ডা. শাহেদ ইকবাল সানী, ডা. শাকির , ডা. মোনায়েম, ডা. সামিউল, ডা. রাকিবুল হাসান তান্নাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ইউ এস টি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা। পুরো হেলথ ক্যাম্পের চিকিৎসকদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।