হজ
অনুমতি পেয়েও নিবন্ধন না করায় ৭৯ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব

চলতি বছর (২০২৫ সাল) হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পরও ৭৯টি এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি। এসব হজ এজেন্সি মালিকদের কাছে ব্যাখ্যা চেয়ে রোববার (১৩ জুলাই) চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে এজেন্সি মালিকদের উদ্দেশ্যে বলা হয়, এ এজেন্সিগুলো বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের হজের উদ্দেশ্যে সৌদি আরব গমনসহ হজের জন্য হজ এজেন্সি হিসেবে নিবন্ধিত। এজেন্সিগুলো চলতি বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য বৈধ তালিকায় প্রকাশিত হওয়া সত্ত্বেও হজযাত্রী নিবন্ধন করেনি।
এতে আরও বলা হয়, হজ-২০২৫ এর বৈধ তালিকার শর্ত নম্বর- (ঝ)-এ উল্লেখ রয়েছে- প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ-২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ ধারা ১২ (খ) ও (ঞ) অনুযায়ী নিবন্ধন সনদের শর্ত লঙ্ঘন ও এজেন্সির জন্য নির্ধারিত আচরণবিধির লঙ্ঘন করেছে এ এজেন্সিগুলো।
তাই হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ধারা ১৩ (১) ও (২) অনুযায়ী এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এর যথোপযুক্ত ব্যাখ্যা আগামী ১০ কর্মদিবসের মধ্যে হজ-২ শাখা এ দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
গত ৫ জুন সৌদি আরবে হজ সম্পন্ন হয়। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য গিয়েছেন। হজ শেষে তারা দেশে ফিরেও এসেছেন।
ব্যাখ্যা তলব করা হজ এজেন্সিগুলোর তালিকা
আরএমএম/এমআইএইচএস/এমএস