মগবাজারে জামায়াতের মিছিল, আহত ৫


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার দুদিনের হরতালের প্রথম দিনে মগবাজারে বিক্ষোভ মিছিল করেছে রমনা থানা জামায়াত। এসময় পুলিশ ধাওয়া করলে ৫ জামায়াত কর্মী আহত হয়।

বুধবার সকাল ৭টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মগবাজার রেলগেইট থেকে শুরু হয়ে চৌ-রাস্তায় আসলে পুলিশ ধাওয়া করে।

দলের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির প্রতিবাদে ‍বুধবার ও বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামায়াত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।