দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের আভাস, ফেনীতে বন্যার শঙ্কা
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২৩ থেকে ২৬ জুলাই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) চারদিনে সর্বোচ্চ ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এতে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ফের বাড়তে পারে। এসময়ে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি সমতল সম্পর্কিত বিশেষ বার্তায় এসব তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ওই সময়ে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরএএস/এমকেআর/এএসএম