ডিএমপি’র বডি অর্ন ক্যামেরা উদ্বোধন


প্রকাশিত: ০৭:০৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

থার্টিফাস্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নাশকতাকারীদের সনাক্ত করতে রাজধানীতে ‘বডি অর্ন’ ক্যামেরা উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহবাগ চত্বর মোড়ে পুলিশ বক্সের সামনে তিনি এ ক্যামেরা উদ্বোধন করেন।

উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে ডিএমপির ট্রাফিক সার্জেন্টদের মধ্যে ২০ হাজার টাকা মূল্যের ১৫টি ক্যামেরা দিয়ে এর কাজ শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে ৪০০ ক্যামেরা আনা হবে। প্রতিটি ক্যামেরা ৬০ মেগা পিক্সেলের এবং ৮ ঘন্টা অডিও- ভিডিও রেকডিং করা যাবে।

তিনি বলেন, এই ক্যামেরার ব্যবহারে পথচারী, যানবাহন ও এর চালকদের সঙ্গে ট্রাফিক সার্জেন্টদের মধ্যেকার আলাপচারিতা বা কার্যকলাপ রেকর্ড হয়ে থাকবে। পরবর্তীতে এ রেকর্ডিং বের করে সংশ্লিষ্ট এলাকায় পর্যবেক্ষণ কমানো বা বাড়ানোসহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

বডি অর্ন ক্যামেরার সুফল পাওয়া গেলে পরবর্তীতে পুলিশের ভ্রাম্যমান টিম, থানা ও ফাড়ির অপরাধ বিভাগেও পর্যায়ক্রমে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।