সরকারি জমি ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

সাবেক এমপি ইলিয়াস মোল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২৫
সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ/ফাইল ছবি

সরকারি জমি দখল করে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া দিয়ে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন সাবেক প্রকৌশলীর যোগসাজশে মিরপুরের পল্লবীর ঝিলপাড় এলাকার ৭ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখে দীর্ঘদিন ভাড়া আদায় করে বিপুল অর্থ আত্মসাৎ করেন সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

মামলার অন্য অভিযুক্তরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. হারিজুর রহমান।

আসামিদের দণ্ডবিধির ৪০৯/২১৭/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন বলেন, ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগগুলো পর্যায়ক্রমে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান মামলাটি তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ।

তিনি আরও বলেন, আসামি ইলিয়াস মোল্লাহ পল্লবীর ঝিলপাড় এলাকার ৭ একর সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর ধরে ভোগ দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায় করে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেন। আসামি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে গৃহায়নের কর্মকর্তারা আইনের নির্দেশ অমান্য করেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ডিসেম্বরে ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

এসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।