ঢাকায় কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩০ জুলাই ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৩০ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্টগার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঢাকায় কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা

এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড ঢাকা জোন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় সরকারি সংগীত কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক মাদকবিরোধী বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার প্রতিনিধি এবং কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।