ট্যুর অপারেটর ও গাইড বিধিমালা সংশোধনের দাবি টোয়াবের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যান্ড ট্যুর গাইডস (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা- ২০২৪ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (টোয়াব)। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ট্যুরিজম বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে এই দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা।

অবস্থান কর্মসূচিতে টোয়াবের নেতারা জানান, সরকার আগে ট্যুর অপারেটরস অ্যান্ড ট্যুর গাইডস (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১ প্রণয়ন করে এবং এই আইনের অধীনে ২০২৪ সালের ২৮ মার্চ বিধিমালা ২০২৪ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তবে প্রকাশের পরপরই এর কিছু বিধান, বিশেষ করে উচ্চ আর্থিক প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ দেখা দেয়, যা ট্যুর অপারেটররা অবাস্তব বলে মনে করছেন।

বিধিমালা অনুযায়ী, লাইসেন্স পাওয়ার জন্য ট্যুর অপারেটরদের ৩ লাখ টাকা অপ্রত্যাবর্তনযোগ্য ফিসহ একটি আবেদন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও ৫০ হাজার টাকা নিরাপত্তা জামানত জমা দিতে হবে।

টোয়াব নেতারা প্রতিবাদ জানিয়ে জানান, এই ধরনের প্রয়োজনীয়তা বেশিরভাগ ট্যুর অপারেটরের জন্য অবাস্তব। তারা আরও উল্লেখ করেছে- অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে অনুরূপ লাইসেন্সিংয়ে এমন কঠোর শর্ত আরোপ করা হয় না।

অবস্থান কর্মসূচিতে টোয়াবের সভাপতি মো. রাফিউজ্জামানসহ সংগঠনের সিনিয়র নেতা ও পরিচালকরা বিধিমালা প্রণয়নে অন্তর্ভুক্তির অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কাছে বিধিমালা পর্যালোচনার জন্য গত ২৫ মে গঠিত ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটির বাস্তবায়ন সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে টোয়াব।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।