পুলিশ সদর দপ্তর

জুলাই অভ্যুত্থানে নাফিজ হত্যায় এডিসি তয়াছির বাবু জড়িত নন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ৩১ জুলাই ২০২৫
শহীদ গোলাম নাফিজের মরদেহ হাসপাতালে নিয়ে যান এক রিকশাচালক/ ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাফিজ হত্যাকাণ্ডে ডিএমপির সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ বলছে, নাফিজ যে স্থানে গুলিবিদ্ধ হন সেখানে এডিসি তয়াছির বাবু উপস্থিত ছিলেন না। ওই সময়ে তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই- ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ নাফিজের বাবার অভিযোগ সংক্রান্ত ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নাফিজ হত্যাকাণ্ডে তৎকালীন ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুর (বর্তমানে কক্সবাজারে এপিবিএন-১৪ তে অতিরিক্ত পুলিশ সুপার) সংশ্লিষ্টতার অভিযোগ সম্প্রতি উত্থাপিত হয়েছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে এডিসি তয়াছিরের সংশ্লিষ্টতার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

শহীদ গোলাম নাফিজ যে স্থানে গুলিবিদ্ধ হন সেখানে এডিসি তয়াছির উপস্থিত ছিলেন না। ওই সময়ে তিনি নিরস্ত্র অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।