ভর্তির অফার পাওয়ার পরপরই ভিসা আবেদনের পরামর্শ মার্কিন দূতাবাসের

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ এএম, ০১ আগস্ট ২০২৫
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস/ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত দেরি এড়াতে দ্রুত এফ-১ ভিসার আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের ফেসবুক পোস্টে গত ১৭ জুলাই দেওয়া এক বার্তার পুনরাবৃত্তি করে জানানো হয়েছে, এসইভিডি অনুমোদিত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তি অফার পাওয়ার পরপরই যেন শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করেন।

পোস্টে বলা হয়, ‘সময়মতো ভিসার আবেদন করাই হলো প্রক্রিয়াকরণে অনাকাঙ্ক্ষিত দেরি এড়ানোর সবচেয়ে ভালো উপায়।’

দূতাবাস আরও জানিয়েছে, ডিএস-১৬০ ফর্ম দ্রুত পূরণ ও জমা দেওয়া, সাক্ষাৎকারের সময় সঠিকভাবে নির্ধারণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা—এই তিনটি বিষয় মেনে চললেই ভিসা প্রক্রিয়া সহজ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে।

এছাড়া ভিসা-সংক্রান্ত দিকনির্দেশনা ও সাক্ষাৎকারের সময়সূচি সম্পর্কে আপডেট পেতে নিয়মিতভাবে দূতাবাসের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।