বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা, সিঅ্যান্ডএফ কর্মচারী আটক
ঘোষণা না দিয়ে পণ্য পাচারের ঘটনায় তিনজন গ্রেফতারের ২৪ ঘণ্টা না যেতেই এবার পণ্যভর্তি আস্ত কনটেইনার পাচারের চেষ্টায় মো. আরিফ ইসলাম নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বন্দরের জিসিবি (জেনারেল কার্গো বার্থ) ৫ নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।
আটক আরিফ সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দরের মুখপাত্র ও সচিব মো. ওমর ফারুক।
আরও পড়ুন
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বন্দরের জিসিবি ৫ নম্বর গেটে সিবা কার্গো ইন্টারন্যাশনালের অনুকূলে একটি ২০ ফুটের অনচেচিস কনটেইনার পাচারের উদ্দেশ্যে ডকুমেন্ট জালিয়াতি করে গেটপাস সংগ্রহকালে বন্দরের নিরাপত্তা বিভাগের বিশেষ তৎপরতায় ঘটনাস্থল থেকে আরিফ নামের ওই কর্মচারীকে আটক করা হয়।
বন্দর সচিব বলেন, অতীতে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ফাঁকফোকর দিয়ে অনেক দুষ্কৃতকারী পার পেয়ে যেত। কিন্তু বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে দুর্বৃত্তরা ধরা পড়ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জালিয়াতি বা দুর্নীতির বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এ নীতি অব্যাহত থাকবে।
এর আগে বুধবার (৩০ জুলাই) বিকেলে ঘোষণা ছাড়া কনটেইনার খুলে পণ্য পাচারের সময় তিনজনকে আটক করে বন্দর নিরাপত্তা বিভাগ।
এমডিআইএইচ/বিএ/এমএস