ঢাকা মেডিকেলে সহকারীসহ ভুয়া চিকিৎসক আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ আগস্ট ২০২৫
আটক সজীব দাস পার্থ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আনসার সদস্যরা।

আটকরা হলেন সজীব দাস পার্থ (২১) ও তার সহকারী পরিচয় দেওয়া মানিক মিয়া (২২)। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দিনগত রাত ১টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, সজীব চিকিৎসকের অ্যাপ্রোন পরে হুইলচেয়ারে বসা এক নারী রোগীকে হাঁটানোর চেষ্টা করছিলেন। রোগী পড়ে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা চিকিৎসক পরিচয় দেন। তবে কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব নিজেকে চিকিৎসক পরিচয় দেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তার মানসিক সমস্যা রয়েছে।

আটক সজীবের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়, বাবার নাম রণেশ চন্দ্র দাস। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঈসাখালী গ্রামে, বাবার নাম আবুল বাশার।

কাজী আল-আমিন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।