জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০১ আগস্ট ২০২৫
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে জমি সংক্রান্ত বিরোধের জেরে রওশন আরা (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে হাজারীবাগের কালুনগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর মেয়ের জামাতা এস এম আমিনুর রহমান বলেন, আমার শ্বাশুড়ির সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রাত দেড়টার দিকে তারা চার-পাঁচজন মিলে শ্বাশুড়িকে মারধর করেন।

নিহত রওশন আরা কালুনগর বেরিবাঁধ এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলের জননী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।