নুরকে দেখতে ঢামেকে আনসার ভিডিপির সাবেক উপ-মহাপরিচালক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমদ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢামেক হাসপাতালে পুরাতন ভবনের ভিভিআইপি ১নম্বর কেবিনে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান তিনি। কিছু সময় তার সঙ্গে কথা বলে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

এসময় তার সঙ্গে ঢামেকের পরিচালক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।