পররাষ্ট্র উপদেষ্টা

সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক ‘ব্যক্তির বাসায় বৈঠক’

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৮ অক্টোবর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন/ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির বাসায় বৈঠক’ হিসেবে দেখা উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রাষ্ট্রদূতেরা ‘যে কারও’ বাসায় যেতে পারেন এবং এ বিষয়ে সরকারের ‘কিছু বলার বা করার নেই’ বলেও দাবি করেছেন তিনি।

সম্প্রতি সাবের হোসেনের বাসায় এ বৈঠক হয়েছে বলে সংবাদমাধ্যমে যে খবর এসেছে, সে বিষয়ে বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এমন মন্তব্য করেন।

আরও পড়ুন
একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে
বাংলাদেশে নির্বাচিত যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো। এমন কিছু হয়নি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন—এটি নিয়ে আমাদের বলার কিছু নেই।’

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস পর গত বছরের ৬ অক্টোবর ঢাকার গুলশান থেকে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এর দুদিনের মাথায় ৮ অক্টোবর পৃথক ছয় মামলায় একসঙ্গে জামিন দিয়ে তাকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন
ভারতে হাসিনার অবস্থান আইনি বিষয়, সমাধানে প্রয়োজন দুদেশের পরামর্শ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, তাদের সঙ্গে ভারত কাজ করবে—এ বক্তব্যকে আমরা বিষয় হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

জেপিআই/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।