বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচ ঘিরে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।

এ উপলক্ষে ডিএমপির বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা মোড় থেকে মিরপুর-২ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ম্যাচ চলাকালীন এ পথে চলাচলকারী সবাইকে প্রশিকা মোড় থেকে ডানে মোড় নিয়ে রাইনখোলা-সনি স্কয়ার হয়ে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এছাড়া মাঠে আসা দর্শক ও গণমাধ্যমকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য কেন্দ্রীয় মন্দিরের সামনে দিয়ে লাভ রোড হয়ে ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রবেশ করতে বলা হয়েছে।

এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।