সারাদেশে জামায়াতের বিক্ষোভ সোমবার
সোমবার সারাদেশে জেলা ও উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াতের নেতারাসহ ১৮ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে রফিকুল ইসলাম আরো দাবি করেন, ট্রাইব্যুনাল সম্পর্কে খোদ প্রধানমন্ত্রী ও ১৪ দলের নেতারা বিভিন্ন ধরণের বক্তব্য দিয়ে আদালত অবমাননা করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে প্রমাণিত হয় সবকিছু সরকারের নির্দেশে নির্দিষ্ট ছকে হচ্ছে।