মিরপুরে ২ নারীর মৃতদেহ উদ্ধার
রাজধানীর মিরপুর রায়েনখোলা ও আহম্মেদ নগর এলাকা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মৃতদেহ দু’টি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার এসআই আল মামুন জাগোনিউজকে জানান, রোববার বিকেল ৫টার দিকে মিরপুর থানাধীন রায়েনখোলার একটি টিনশেড বাড়ি থেকে নাসিমা (২৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসিমার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী সেন্টু মিয়া ও ননদ পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
অপরদিকে মিরপুর আহম্মেদ নগর এলাকা থেকে ময়না (১৯) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামীর নাম মোহাম্মদ শামীম। পারিবারিক বিরোধের জেরে ময়না আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।