একনেকে ৫ প্রকল্প অনুমোদন


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

জাতীয় অর্থনীতি নির্বাহী কিমিটি (একনেক) এক হাজার তিন`শ ৫৪ কোটি টাকার পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সকালে ২০১৫ সালের একনেকের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (এনইসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদতি প্রকল্পের মধ্যে খাগড়াছড়িতে পিসি গার্ডার ও কালর্ভাট নির্মাণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবাসন সঙ্কট দূর করতে হল নির্মাণ, সিরাজগঞ্জের দুই উপজেলায় দুস্থদের সহায়তায় সাহায্য প্রকল্প এছাড়া বাঁকি দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে পিসি গার্ডার সেতু, আরসিসি সেতু এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে সভায়  ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) নামের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ে আরো দুটি ৫ তলা হল (যার একটি ছাত্র ও অপরটি ছাত্রীদের) নির্মাণ করা হবে। এছাড়াও এ প্রকল্পের আওতায় শিক্ষক-কর্মকর্তাদের জন্য ১টি ১০তলা কোয়ার্টার্স নির্মাণ করা হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও ইসলামী বিশ্ববিদ্যালয় যৌথভাবে জানুয়ারী ২০১৫ থেকে জুন ২০১৯ মেয়াদে এ প্রকল্পটি বাস্তবায়িত করবে।

অপরদিকে, সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলা নদী ভাঙ্গন কবলিত এলাকায় অতি দরিদ্র মহিলাদের সাহায্যের মাধ্যমে তাদের দরিদ্রাবস্থা থেকে বের করে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৫ হাজার টাকা করে থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।