জলসীমার সম্পদ সুরক্ষায় নৌবাহিনীকে পরামর্শ


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের সামুদ্রিক জলসীমার সম্পদের সুরক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল নিরাপদভাবে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে নৌবাহিনীর প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ মাহবুবুর রহমান, ডাঃ দীপু মনি, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ৫ম বৈঠকে সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় তিন বাহিনীর কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সংসদীয় কমিটির সদস্যদের আগামী ১৪ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগ, ২ ফেব্রুয়ারি সেনাসদর, ১১ফেব্রুয়ারি নৌসদর এবং ২ ফেব্রুয়ারি বিমান সদর দপ্তর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়। নৌবাহিনীকে একটি সময়োপযোগী, অত্যাধুনিক ও জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠিত সভায় দেশের কল্যাণে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করা হয়। বিশ্ব দরবারে তাদের অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়াও সভায় ক্যাডেট কলেজ নিয়ে আলোচনা করে কলেজসমূহে শিক্ষার মান সমুন্নত রেখে সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করার সুপারিশ করা হয়।

এ সময় সভায় বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম.ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।