রাজধানীতে পুলিশ-র‌্যাবের সোর্স খুন


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

রাজধানীর রামপুরা এলাকার পুলিশ ও র‌্যাবের সোর্স মো. বাদশাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন তিতাস রোড এলাকার বালির মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বাদশার মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাদশা দীর্ঘদিন ধরে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত। বাদশার বাড়ি ভোলা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, বাদশাকে কারা হত্যা করেছে তা সনাক্ত করা সম্ভব হয় নি। ‘ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

তিনি জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।