বিজিবি-পুলিশ প্রহরায় ২ হাজার ৭০০ গাড়ি চলাচল


প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২ হাজার ৭০০ বাস-ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চলাচল করেছে। শুক্রবার রাতে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগোনিউজকে জানান, বিজিবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রহরায় ৮ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার সাত শতাধিক যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিরাপদে গমনাগমন করেছে। এর মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১১২টি, চট্টগ্রাম-ঢাকা রুটে ১ হাজার ৪৬টি, যশোর/সাতক্ষীরা-আরিচা-ঢাকা রুটে ১ হাজার ৪০৬টি, রাজশাহী-বগুড়া-যমুনা ব্রিজ-ঢাকা রুটে ১১৮টি এবং রংপুর-বগুড়া-যমুনা ব্রিজ-ঢাকা রুটে ৭০টি বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত যানবাহনের বহরের সঙ্গে দেশের বিভিন্নস্থান থেকে আরো যানবাহন বিভিন্নস্থানে যাতায়াত করেছে বলেও জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।