নবনির্বাচিত শ্রীলংকার প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন


প্রকাশিত: ১০:৪১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক বার্তায় এই অভিননন্দন জানান।

প্রধানমন্ত্রী অভিননন্দন বার্তায় শান্তিপূর্ণ পরিবেশে দেশের নেতা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সে দেশের জনগণকেও ধন্যবাদ জানান। এছাড়া শ্রীলংকায় সংস্কার ও স্থিতিশীলতার একটি নয়া অধ্যায় সূচনার জন্য মাইথ্রিপালা সিরিসেনার পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শ্রীলংকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অধিক গুরুত্ব দেয়। দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক আলোচনার মাধ্যমে বছরের পর বছর এই সম্পর্ক বজায় রয়েছে।

তিনি বলেন, আগামী দিনগুলোতে আমাদের বহুমুখী সম্পর্ককে আরো নতুন মাত্রায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

শেখ হাসিনা বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সহযোগিতা জোরদারে মাইথ্রিত্রপালা সিরিসেনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ২০১৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সিরিসেনার ঢাকা সফরকালে অনুষ্ঠিত এক বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশে সফরে আসতে শ্রীলংকার সদস্য নির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনকে আমন্ত্রণ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।