ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় টহল পুলিশের একটি পিকআপ ভ্যানকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের টিএ রােড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএ রােডে টহল পুলিশের একটি পিকআপ ভ্যানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর ৭/৮টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এসময় দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারও ভাঙচুর করে। এছাড়া শহরের কালীবাড়ি মােড়ে ১০টি ককটেল বিস্ফােরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।