মালদ্বীপে নতুন হাই কমিশনার কাজী সারওয়ার


প্রকাশিত: ১১:১৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল কাজী সারওয়ার হোসাইন মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজী সারওয়ার রিয়ার অ্যাডমিরাল আবদুল আউয়ালের স্থলাভিষিক্ত হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

১৯৮০ সালে নৌবাহিনীতে যোগ দেওয়া কাজী সারওয়ার হোসাইন তার কর্মজীবনে কোস্টগার্ডের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দায়িত্ব পালন করেছেন আইভোরি কোস্টে।

নৌবাহিনীর এই কর্মকর্তা ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ‘সায়েন্স ইন ডিফেন্স স্টাডিজ’ বিষয়ে স্নাতকোত্তর করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের হনলুলু বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।