বাসের ধাক্কায় এনএসআই কর্মকর্তা নিহত


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার(৫০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা বলে জানা গেছে।

শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকালে প্রেসক্লাবের সামনে আব্দুস সাত্তার দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গাবতলীগামী ৮ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।

ঢামেক এলাকার এনএসআইয়ের কর্মকর্তা পরাশ জানান, এম এ সাত্তার এনএসআইয়ের সদস্য ছিলেন। তিনি গুলশান এলাকায় কর্মরত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।